, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ১১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


২৫০ সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ০৩:৪৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ০৩:৪৭:৫৭ অপরাহ্ন
২৫০ সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
এবার অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার সরকারের ২৫০ জনের বেশি সদস্য এবং  তিনটি সংস্থার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে রয়টার্স জানিয়েছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, ভিসা নিষেধাজ্ঞা পাওয়াদের মধ্যে পুলিশ, আধা-সামরিক কর্মকর্তা, প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা রয়েছেন।

এছাড়াও ডিপার্টমেন্ট অফ স্টেট, হোমল্যান্ড সিকিউরিটি এন্ড ট্রেজারি নিকারাগুয়া হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধার্থে চোরাচালান এবং মানবপাচার নেটওয়ার্কগুলো কীভাবে বৈধ পরিবহন পরিষেবাগুলোকে ব্যবহার করছে তা নিয়ে বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্টদের জন্য সতর্কতা জারি করেছে।

এদিকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, নিকারাগুয়ান সরকারের পদক্ষেপগুলো অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো এর জন্য দায়ী। তবে নিকারাগুয়ান সরকার তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোন মন্তব্য জানায়নি।
প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ

প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ