, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ , ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


ডোনাল্ড লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ০৩:৩২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ০৩:৩২:৫১ অপরাহ্ন
ডোনাল্ড লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে। চেষ্টা করেও বিএনপি নেতারা তার সাথে দেখা করতে পারেনি। তাদের আশায় গুড়ে বালি দিয়েছে লু— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। এ কথা শুনে বিএনপি খেই হারিয়ে ফেলেছে। নির্বাচন থেকে বাইরে থাকার পথ বেছে নেয়ায় বিএনপির আকাশ সঙ্কুচিত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে অথচ বিএনপি নেতারা কিছুই দেখতে পায় না। শেখ হাসিনার বাংলাদেশে আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমানের সময়ে সমস্ত প্রস্তুতি নেয়া হয়েছিল। সব বাধা উপেক্ষা করে ১৭ মে ফিরে আসেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। তবুও দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছেন।
সর্বশেষ সংবাদ
নিখোঁজের ৬ দিনেও মেলেনি মুনতাহার সন্ধান

নিখোঁজের ৬ দিনেও মেলেনি মুনতাহার সন্ধান