, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ০২:০৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ০২:০৩:১৯ অপরাহ্ন
আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা
এবার কোস্টারিকা নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা বেশ দাপুটে নাম। যুগে যুগে ম্যারাডোনা, বাতিস্তুতা, ক্রেসপো, মেসিদের মত তারকার জন্ম দিয়েছে এই দেশ।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নও তারা। কিন্তু প্রসঙ্গ যখন নারী ফুটবল, তখন আর্জেন্টিনা যেন বেশ অসহায়। এখন পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জয় তো করাই হয়নি, এমনকি নারীদের বিশ্বকাপে কখনো নকআউট পর্বেই যেতে পারেনি আর্জেন্টিনার মেয়েরা।

নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে কোস্টারিকার চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকলেও আর্জেন্টিনার জন্য আসন্ন প্রীতি ম্যাচ দুটি বেশ কঠিনই হতে যাচ্ছে। ৩১ মে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিউদাদ ডি বুয়েন্স আইরেস স্টেডিয়ামে।

স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। একই সময়ে ৩ জুন দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিউদাদ দে ভিসেন্টে লোপেজ স্টেডিয়ামে। ম্যাচ দুইটি সরাসরি সম্প্রচার করবে ডিরেক্টিভ স্পোর্টস। 

আর্জেন্টিনা স্কোয়াড: ভেরোনিকা আকুয়ানা, রকিও দিয়াজ, লোরেনা বেনতেজ, জুলিয়েটা ক্রুজ, চেলেস্তে সান্তোস, মিরিয়াম মায়োরগা, লরিনা অলিভেরস, ইস্তেফানিয়া পালোমার, ভানিনা প্রেনিংনগার, এলিয়ানা স্টাবিলিয়ে, মরিয়ানা কালভো, মারগারিতা গিমেনেজ, বেলেন পোকো, সোলানা পেরেইয়ারা, ভিরিজিনিয়া গোমেজ, আনিক্কা পাজ, আদ্রিয়ানা সাচ, রকিও বুয়েনো, মিলাগ্রস মার্টিন, মেলানাই তোরালেজ ও মারিকেল পেরেইয়ারা।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা