, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অবসরের ঘোষণা দিলেন সুনীল ছেত্রী

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ১১:৩২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ১১:৩২:০৪ পূর্বাহ্ন
অবসরের ঘোষণা দিলেন সুনীল ছেত্রী
এখন তর্কসাপেক্ষ ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড়ের নাম সুনীল ছেত্রী। ২০০৫ সালে কলকাতার মাঠে মেন ইন ব্লু জার্সিতে অভিষেক হয়েছিল এই কিংবদন্তির আর সেই কলকাতাতেই ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন সুনীল।

আসছে ৬ জুন মেন ইন ব্লু জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ভারতীয় ফুটবলের এই সুপারস্টার। বৃহস্পতিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেন সুনীল ছেত্রী নিজেই।

সেই ভিডিও বার্তায় সুনীল বলেন, জীবনে একটা দিন কখনও ভুলতে পারবো না। যে দিন দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিংহ) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারবো না সেই অনুভূতি কেমন ছিল।

তিনি আরও বলেন, জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম। জানি না কেন। সেই দিন যা যা হয়েছিল, টিম হোটেল থেকে মধ্যাহ্নভোজের টেবিলের কথাবার্তা, ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল, তার পরে ৮০ মিনিটে গোল হজম করা, জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনও দিন ভুলতে পারবো না।

সুনীল বলেন, আমি (আগে) কখনও ভাবিনি যে দেশের হয়ে এতোগুলি ম্যাচ খেলবো। যতটা সম্ভব দেশের হয়ে চেষ্টা করেছি, সেটা ভালো হোক বা মন্দ। কিন্তু এখন আমি ভেবেছি। মাসদুয়েক ধরে আমি সেটা ভেবেছি। বিষয়টা খুব অদ্ভুত ছিল। এই ম্যাচটা যে আমার শেষ ম্যাচ হবে, সেই সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছিলাম বলেই আমি সম্ভবত বিষয়টা নিয়ে ভাবছিলাম।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর