, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ভোটারদের জন্য রান্না করা বিরিয়ানি এতিমখানায় পাঠাল ভ্রাম্যমাণ আদালত

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ১২:২১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ১২:২১:১৪ অপরাহ্ন
ভোটারদের জন্য রান্না করা বিরিয়ানি এতিমখানায় পাঠাল ভ্রাম্যমাণ আদালত
এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য এক সভায় বিরিয়ানির আয়োজন করেছেন চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেন ভূঁইয়ার আনারস প্রতীকের সমর্থকরা।

গতকাল সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া পৌরসভার স্টেশন রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ সভায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সময় প্রায় দুই শতাধিক বিরিয়ানির প্যাকেট জব্দ করে। পরে জব্দকৃত বিরিয়ানি স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

জানা যায়, সোমবার রাতে আখাউড়ার সড়ক বাজারে মুরাদ হোসেনের আনারস প্রতীকের সমর্থনে এ সভার আয়োজন করে জাতীয় রিকশা ও ভ্যান শ্রমিক লীগ এবং হকার্স লীগ। সেখানে হকার্স লীগের সভাপতি মুসলিম মিয়ার নেতৃত্বে ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছিল।
 
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি বাস্তবায়নে স্থানীয় নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তা জিরো টলারেন্স নীতিতে রয়েছে। যারা নির্বাচনের আচরণবিধি উপেক্ষা করে আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা