, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


যুক্তরাষ্ট্রেই বাইডেনের কথা কেউ শোনে না, বাংলাদেশও বাধ্য নয়: কাদের

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ০২:৩৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ০২:৩৮:২২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রেই বাইডেনের কথা কেউ শোনে না, বাংলাদেশও বাধ্য নয়: কাদের
এবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা সে দেশের জনগণই যেখানে শোনেন না, সেখানে তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বাংলাদেশের নির্বাচিত সরকার শুনতে বাধ্য নয়। সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাপট দেখাতো তা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের উদ্দেশ্য আওয়ামী লীগ জানে না বলেও জানান ওবায়দুল কাদের। আজ সোমবার (১৩ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করলে তা মোকাবিলা করবে আওয়ামী লীগ। আর তাদের কর্মসূচি রাজনৈতিকভাবে আগালে, সেভাবেই মোকাবিলা করবে ক্ষমতাসীন দল। 

ওবায়দুল কাদের কথা বলেন যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রীর ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গেও। মধ্যপ্রাচ্যসহ নিজ দেশে বাইডেনের কথা কেউ শুনছে না উল্লেখ করে কাদের বলেন, কোনো দেশের মন্ত্রীর চাপিয়ে দেয়া সিদ্ধান্তও মানতে বাধ্য নয় বাংলাদেশ। 

গত নির্বাচনে যেভাবে ৭৩ জন সংসদ সদস্য এবং ২৫ জন মন্ত্রিসভা থেকে ছিটকে পড়ার কথা মনে করিয়ে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদেরও সেভাবে শাস্তি হবে। 
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা