, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তাসকিনকে নিয়ে দুঃসংবাদ

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ০২:১৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ০২:১৭:২৭ অপরাহ্ন
তাসকিনকে নিয়ে দুঃসংবাদ
এবার জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টির আগে পেশিতে টান পড়েছিল তাসকিন আহমেদের, যে কারণে ওই ম্যাচে খেলতে পারেননি সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। চোটের অবস্থা জানতে বিসিবি তার পরীক্ষা করায়। সোমবার (১৩ মে) স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছে তারা। সেখান থেকে জানা গেল, তাসকিনের পেশিতে চিড় ধরা পড়েছে।
 
এদিকে বিসিবির একটি সূত্র তাসকিনের পেশিতে চিড় ধরা পড়ার বিষয়টি জানিয়েছে। এমতাবস্থায় তাসকিন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কি না, তা এখনও অজানাই রইল। তবে বিসিবি তার জন্য অপেক্ষা করতে চায়। একান্তই তাসকিন খেলতে না পারলে তার পরিবর্তে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব। মঙ্গলবার ঘোষণা করা হবে দল।

এদিকে ইনজুরির কারণে তাসকিন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন। চোটের কারণে খেলতে পারেননি ২০২৩ বিশ্বকাপের সবগুলো ম্যাচ। এরপর তিনি মিস করেন নিউজিল্যান্ড সিরিজ। ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল দিয়ে এই পেসার মাঠে ফিরেছিলেন। এরপর খেলেছেন লঙ্কানদের বিপক্ষে।

লঙ্কানদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও সমানসংখ্যক ওয়ানডের সিরিজে ১২ উইকেট নিয়েছিলেন তাসকিন। শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট সিরিজে খেলেননি তাসকিন। এরপর ডিপিএলে ঢাকা আবাহনীর হয়ে খেলে বিসিবির ক্যাম্পে যোগ দেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের প্রথম চার ম্যাচেই টানা খেলানো হয়েছে তাকে।

পঞ্চম ম্যাচেও ফিট থাকলে তাকে নিশ্চিতভাবেই খেলানো হতো। জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে দলের সেরা পেসারদের একজনকে টানা খেলিয়ে ইনজুরি শঙ্কায় ফেলে দেয়াটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্নও উঠছে তাসকিন চোট পাওয়ার পর।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস