, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেন সাকিব?

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১২:১৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১২:১৯:৪৫ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেন সাকিব?
এবার ঘরের মাঠে নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি কি খেলে ফেলেছেন সাকিব আল হাসান? অধিনায়ক নাজমুল শান্ত নিশ্চিত করতে না পারলেও টাইগারদের ভবিষ্যতের সূচি অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে হয়তো নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন সাকিব।

গতকাল রোববার সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। ম্যাচে দারুণ বোলিং করেও মাত্র এক উইকেটের জন্য ৭০০তম আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করা হয়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

ম্যাচে ২১ রানের ইনিংস খেলার পথে অবশ্য নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। ঘরের মাঠে টি-২০ ফরম্যাটে এক হাজার রান পূর্ণ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। তবে আরও একটি উইকেটের আক্ষেপ নিয়েই থামতে হলো সাকিবকে।

প্রথম বাংলাদেশ হিসেবে ৭০০তম আন্তর্জাতিক উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে তাকে। ঘরের মাঠে এ বছর আর কোনো টি-২০ ম্যাচ নেই বাংলাদেশের। তাই প্রশ্ন উঠেছে, ঘরের মাঠে নিজের শেষ টি-২০ ম্যাচটিই কি খেলে ফেললেন সাকিব? ম্যাচ শেষে সেই প্রশ্নও ছিল অধিনায়ক নাজমুল হাসান শান্তর কাছে।

এ বিষয়টি নিয়ে শান্ত বলেন, তিনি ঘরের মাঠে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেললেন কিনা আমি জানি না। সেটি তিনিই বলতে পারবেন। তবে তার ব্যাটিং নিয়ে দলে কোনো দুশ্চিন্তা নেই। সকলের বিশ্বাস তিনি পরের সিরিজেই দলের হয়ে অবদান রাখবেন।

এদিকে বাংলাদেশের ক্রিকেটে কারও শেষ বলাটা কঠিন। তবে ভবিষ্যত সূচি, বয়স ও পারফরম্যান্স বিবেচনায় হয়তো জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচটিই হতে পারে ঘরের মাঠে সাকিবের শেষ আন্তর্জাতিক টি-২০।
সর্বশেষ সংবাদ