এর আগে ইনজুরির কারণে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের দুশ্চিন্তা তাসকিন আহমেদকে নিয়ে। দেশের এক নম্বর ফাস্টবোলার কি যুক্তরাষ্ট্র ও ওয়েষ্ট ইন্ডিজের মাটিতে টুর্নামেন্টটি খেলতে পারবেন?
আজ রোববার দুপুর গড়িয়ে বিকেল নামতেই শেরে বাংলার প্রেস বক্সে গুঞ্জন, ফিসফাঁস। সাইড স্ট্রেইনে আক্রান্ত তাসকিন আজ রোববার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি। দুপুরের আগে পর্যন্ত তাকে নিয়ে তেমন কথা হয়নি। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামতেই খবর চাউর হলো যে, তাসকিন বিশ্বকাপ নাও খেলতে পারেন।
ম্যাচ শেষে শেরে বাংলা ত্যাগ করার সময় উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, আপনার ইনজুরির খবর কী? আপনি বিশ্বকাপ খেলবেন? জবাবে তাসকিন নিশ্চিত করে কিছু বলতে পারেননি। শুধু বলেছেন, ‘এখনই বলতে পারছি না। ফিফটি ফিফটি অবস্থা। ব্যথা কিছুটা আছে। কালকে রিপোর্ট পেলে বলতে পারবো।’
এদিকে তাসকিন ইস্যুতে কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও। তিনি বলেন, ‘শুনেছি। আজকেই দেখলাম। আজ আমরা খোঁজ নিয়েছি, ওর (তাসকিনের) একটা ইনজুরি আছে। এখন আমাদের কালকে রিপোর্টটা সকালে দেখার পর বোঝা যাবে ইনজুরি সারতে কতদিন লাগবে। ওর দ্রুত সেরে উঠার সুযোগ আছে কিনা।’
এ সময় তাসকিন প্রসঙ্গে বিসিবি প্রধান আরও বলেন, ‘ধরেন এসব ক্ষেত্রে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ হয়তো বিরতির দরকার হয়। যদি ২ সপ্তাহ হয়, তাহলে কী করবো আর যদি ৩ সপ্তাহ হয়, তাহলেইবা কি করণীয়... এটাকে ত্বরান্বিত করার কোনো সুযোগ আছে কিনা। বিশেষ করে দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে ডাক্তারের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো।
তিনি আরও বলেন, ‘যদি ওর এটা ত্বরান্বিত করা যায়, তাহলে এক ব্যাপার। আর যদি দেখা যায় আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। অন্তত আনুষ্ঠানিক রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। সেটা কাল সোমবার পাওয়া যাবে।’