, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৪ ০৫:২৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৪ ০৫:২৮:৪১ অপরাহ্ন
রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
এবার ঝড়-বৃষ্টির মধ্যে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ঢাকাসহ ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি নামিয়ে শীথলতা ছড়াবে বলে জানা গেছে। আজ রোববার (১২ মে) বিকেলে নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ফরিদপুর, যশোর, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাবে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকালের আবহাওয়া বার্তায় জানানো হয়, সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সব বিভাগে ঝড়বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়া বার্তা বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর