, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


একসঙ্গে ২ চাকরি করবেন দুদকের সেই শরীফ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৩ ০১:৪০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৩ ০১:৪০:০২ অপরাহ্ন
একসঙ্গে ২ চাকরি করবেন দুদকের সেই শরীফ
ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশন লিমিটেড এ প্রধান নির্বাহী হিসেবে (সিইও) কাজ করবেন। গতকাল মঙ্গলবার ৩০ মে দিবাগত রাতে তিনি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শরীফ উদ্দিন বলেন, গত বছরের অক্টোবরে আমি এক্সন এনিম্যাল হেলথ নামে একটি প্রতিষ্ঠানে যোগ দিয়েছি। প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কাজ করছি।

তিনি বলেন, তবে ওইটা আমার পার্টটাইম চাকরি। নতুন করে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান আমাকে চাকরির অফার দিয়েছে। কাজ করতে রাজি হওয়ায় তারা নিয়োগপত্র দিয়েছে। এটিও আমার পার্টটাইম চাকরি। আর দুটোই পার্টটাইম হওয়ায় একসঙ্গে দুই চাকরি চালিয়ে যাব।

গত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে তিনি বেশ কিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপরই একাধিক মহলের রোষানলে পড়ে চাকরি হারান বলে অভিযোগ ওঠে। দুদক থেকে চাকরি যাওয়ার পর ৯ মাস বেকার ছিলেন শরীফ উদ্দিন। তারপর বাধ্য হয়ে নগরের ষোলশহর রেলস্টেশনে ভাইয়ের দোকানে বসেন।

এ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাকে চাকরি দিতে আগ্রহ দেখায়। একপর্যায়ে শরীফ উদ্দিন এক্সন এনিম্যাল হেলথ নামে একটি প্রতিষ্ঠানের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং পদে চাকরিতে যোগ দেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান