, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ১১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


শাহবাগে অবরোধকারীদের লাঠিচার্জ, আটক ১৩ 

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ০৭:০৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ০৭:০৮:২৮ অপরাহ্ন
শাহবাগে অবরোধকারীদের লাঠিচার্জ, আটক ১৩ 
এবার রাজধানীর শাহবাগ মোড়ে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে অবরোধকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনরতদের সরিয়ে দেয়।

এ সময় ১৩ জন অবরোধকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, সুলতানা সিদ্দিকী, রিমা আক্তার, বৃষ্টি আক্তার, আল-আমিন, নূর মোহাম্মদ নূর, হুমায়ুন কবির, মানিক দাস, মো. রাসেল, শেখ ফরিদ, আজম মোহাম্মদ, মামুনুর রশিদ, সাদ্দাম হোসেন ও আব্দুল হাকিম।

 এ সময় পুলিশ ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরে শাহবাগ থেকে গিয়ে ফের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, চাকরিপ্রত্যাশীরা বিচ্ছিন্নভাবে শাহবাগ অবরোধ করেন এবং কেরোসিন ঢেলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিই। আমাদের অপারেশন এখন পর্যন্ত শেষ হয়নি। এরই মধ্যে আমরা কয়েকজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ বিস্তারিত জানাতে পারবো।
প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ

প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ