, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


হোয়াইটওয়াশের স্বাদ নিতে সকালে মাঠে নামছে টাইগাররা

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ০৬:৫৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ০৬:৫৫:৪৭ অপরাহ্ন
হোয়াইটওয়াশের স্বাদ নিতে সকালে মাঠে নামছে টাইগাররা
এবার নিরুত্তাপ সিরিজেও মিরপুরের গ্যালারি ভরে উঠেছিল দর্শকে। শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় শের-ই-বাংলা স্টেডিয়ামের কাউন্টারে এসে টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেকে। চট্টগ্রামে প্রথম তিন ম্যাচে দর্শকখরা থাকলেও ঢাকায় খেলা ফিরতেই বদলে যায় পরিস্থিতি।

এমন সিরিজে এত দর্শক উপস্থিতি অবাক করেছে! তবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে একই অবস্থা নাও দেখা যেতে পারে। কেননা খেলা শুরুর সময় সকাল দশটা। 

এমন টাইমিংয়ের কারণ আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে যু্ক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগারদের ম্যাচ খেলতে হবে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়। সাধারণত টি-টুয়েন্টি ম্যাচ দুপুর কিংবা সন্ধ্যায় মাঠে গড়ায়। দিনের কাজ সেরে স্টেডিয়ামে ঢুঁ মারেন দর্শক। টেস্টের দর্শকদের ক্ষেত্রে হিসেবটা অবশ্য আলাদা।

এদিকে বিশ্বকাপে ভিন্ন সময়ে খেলা থাকায় তার সঙ্গে অভ্যস্থ হতে এমন সূচি করা হয়েছে পঞ্চম টি-টুয়েন্টির। রোববার ওয়ার্কিং ডে হওয়ায় শুক্রবারের মতো দর্শক না হওয়ার সম্ভাবনাই বেশি। ম্যাচের আগেরদিন টিকিট কাউন্টার ঘুরে দর্শক ভীড় চোখে পড়েনি।

এর আগে চট্টগ্রামেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। মিরপুরে নেমেও পেয়েছে সাফল্য। যদিও স্বাগতিকদের সঙ্গে চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচে জয় এলে প্রত্যাশিত হোয়াইটওয়াশের (৫-০) স্বাদ পাবে টিম টাইগার্স।
সর্বশেষ সংবাদ