, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হজে পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি চালাবে সৌদি

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ১০:১৯:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ১০:১৯:৩৬ পূর্বাহ্ন
হজে পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি চালাবে সৌদি
এবার সৌদি আরবের পরিবহন ও রসদ সরবরাহ মন্ত্রী সালেহ আল-জাসার জানিয়েছেন এই বছরের হজ মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন পরীক্ষামূলক ব্যবহার করবে দেশটি। শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনগুলো তৈরির জন্য বিভিন্ন পরিবহন সংস্থাগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে। দিন দিন এই ক্ষেত্রটি জনপ্রিয় হয়ে উঠছে।

এদিকে সৌদি আরবের পরিবহন ও সরবরাহ মন্ত্রণালয়ের জন্য এই নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হওয়া থেকে শুরু করে এগুলোর ব্যবহার করার সবচেয়ে ভালো উপায়টি খুঁজে দেখা গুরুত্বপূর্ণ বলে জানান আল-জাসার। হজ মৌসুমে এর সর্বাধিক সুবিধা পাওয়া সম্ভব হলে সবচেয়ে উপকৃত হবেন তীর্থযাত্রীরা।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর