, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হলেন আলোচিত সেই সুইটি

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৪ ০৭:১৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৪ ০৭:১৯:৪৪ অপরাহ্ন
সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হলেন আলোচিত সেই সুইটি
এবার শারীরিক উচ্চতার কারণে চাকরি না পাওয়ায় আলোচিত ইশরাত জাহান সুইটি রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রজাপতি প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৯৬ হাজার ৭৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেহেনা বেগম (পদ্মফুল প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ২৯৫ ভোট।

বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ। ইশরাত জাহান সুইটি পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের ফারুক আহম্মেদের স্ত্রী। জন্মের পর পা বেঁকে যাওয়া এবং মাত্র তিন ফুট উচ্চতার কারণে চাকরি পাননি তিনি।

কারমাইকেল কলেজ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন সুইটি। এরপর সমাজের গরিব-অসহায় মানুষের জন্য কাজ করতে থাকেন। দীর্ঘদিন ধরে বিন্দু রক্তদান সমাজসেবা সংগঠনের নেত্রী হিসেবে সমাজের গরিব-অসহায় মানুষের জন্য কাজ করছেন ইশরাত জাহান সুইটি। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জননী। তার স্বামী ফারুক আহম্মেদ এই সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন।

এদিকে স্বামী-স্ত্রী মিলে সংগঠনের পক্ষ থেকে পীরগাছা উপজেলায় ১০ হাজারেরও বেশি অসহায় মানুষকে বিনামূল্যে রক্তদান এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ শতাধিক ক্যাম্পেইন করে প্রায় ১৫ হাজারের অধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন। এ জন্য গোটা উপজেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে সুইটির জনপ্রিয়তা তুঙ্গে।

এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ে একাই বাজিমাত করেছেন ইশরাত জাহান। একই পদে তার প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফলে ইশরাত জাহানের বিজয় নিয়ে গোটা উপজেলাজুড়েই চলছে আলোচনা। ভোট শেষে সবখানেই তাকে নিয়ে মেতে উঠছেন সাধারণ মানুষ।

শারীরিক প্রতিবন্ধী হলেও শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা আর মানবিক কার্যক্রমের কারণে ভোটাররা তাকে মূল্যায়ন করেছেন বলে দাবি সবার। স্থানীয়রা জানান, জীবনযুদ্ধে সফলতার সিঁড়ি বেয়ে সুইটি ভোটযুদ্ধেও জয়ী হয়েছেন। নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদিন একা একা উপজেলার বিভিন্ন প্রান্তে ঘুরেছেন।

সাধারণ ভোটাররা তাকে শুধু সমর্থনই নয়, বরং বিভিন্নভাবে সহযোগিতাও করেছেন। কেউ কেউ নিজের খরচে সুইটির জন্য প্রচার-প্রচারণা চালিয়েছে। তার অন্য প্রতিদ্বন্দ্বীরা মাঠ চষে বেড়ালেও সর্বাধিক সাড়া পাওয়া সুইটি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮২ হাজার ৪৫৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এটি পুরো উপজেলার সর্বোচ্চ প্রাপ্ত ভোট।
 
এদিকে বিজয়ী হওয়ার পর ইশরাত জাহান সুইটি বলেন, এই বিজয় পীরগাছার জনগণের। প্রথমবার নির্বাচন করে মানুষের এত সাড়া পাবো ভাবতে পারিনি। আমার মতো এত ভোট পীরগাছায় আর কোনো প্রার্থী পাননি। আপনাদের এ ঋণ কোনোদিন ভুলতে পারবো না। আগামী দিনে যেন সবার আপদে-বিপদে পাশে থাকতে পারি, সে জন্য দোয়া ও পরামর্শ চাই। 
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা