, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ফিলিস্তিনপন্থি পোস্টে লাইক দেয়ায় চাকরি হারালেন ভারতীয় অধ্যক্ষ

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৪ ০২:৩৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৪ ০২:৩৭:৫৮ অপরাহ্ন
ফিলিস্তিনপন্থি পোস্টে লাইক দেয়ায় চাকরি হারালেন ভারতীয় অধ্যক্ষ
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনপন্থি পোস্টে লাইক দেয়ার কারণে চাকরি হারিয়েছেন ভারতের এক স্কুল প্রিন্সিপাল। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্টের সঙ্গে সংশ্লিষ্টতার মাধ্যমে ‘হামাসপন্থি, ইসলামপন্থি, এবং হিন্দু-বিরোধী’ মতামতকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এতে বলা হয়েছে, মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের অধ্যক্ষ পারভীন শেখকে সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনপন্থি পোস্টে লাইক দেওয়ার জন্য বরখাস্ত করা হয়েছে।

গত মঙ্গলবার (০৭ মে) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে সোমাইয়া স্কুল বলেছে, পারভীন শেখের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় কার্যকলাপগুলো আমরা যে মূল্যবোধগুলো লালন করি তার পুরোপুরি বিপরীত এবং তাই ‘এ নিয়ে উদ্বেগের কারণে’ এবং ‘সতর্কতার সাথে বিষয়টি বিবেচনা’ করার পর স্কুল ম্যানেজমেন্ট তার সঙ্গে সম্পর্ক ছেদ করছে।’

এনডিটিভি বলছে, পারভীন শেখ প্রায় ১২ বছর ধরে সোমাইয়া স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। সাত বছর আগে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। পারভীন শেখের লিংকডইন প্রোফাইল অনুসারে, শিক্ষা ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার।

এদিকে বিতর্কের মুখে স্কুল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে অধ্যক্ষাকে অপসারণের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে। তারা বলেছে, ‘পারভীন শেখের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া কার্যকলাপ সম্প্রতি আমাদের নজরে এসেছে। তিনি সোমাইয়া স্কুলের নেতৃস্থানীয় পদে ছিলেন। আমরা যে মূল্যবোধগুলো লালন করি তার সঙ্গে তার কর্মকাণ্ড আমাদের কাছে বিভ্রান্তিমূলক মনে হয়েছে।’
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা