, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিল মারা ৯০০টি জাল ভোটসহ প্রিজাইডিং অফিসার ও এজেন্ট আটক 

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৪ ০৪:৩৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৪ ০৪:৩৪:১১ অপরাহ্ন
সিল মারা ৯০০টি জাল ভোটসহ প্রিজাইডিং অফিসার ও এজেন্ট আটক 
এবার বগুড়া গাবতলীতে জাল ভোট দেয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার রামেশ্বাপুর ইউনিয়নের কুসুমকলি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 

এদিকে আটক প্রিজাইডিং অফিসারের নাম শাজাহান আলম। অপরজন হলেন আনারস মার্কা প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের এজেন্ট এরশাদ আলী। এ সময় তাদের কাছে সিল মারা ৯০০টি ব্যালট পেপার পাওয়া যায়।

এছাড়াও প্রায় ৩০০টি জাল ভোট বাক্সে ফেলানোর অভিযোগ স্বীকার করেছেন প্রিজাইডিং অফিসার শাজাহান আলম। আটকের বিষয় নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাতেনাতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, যেখানে অভিযোগ আছে ব্যবস্থা নেয়া হবে। ভোট গ্রহণ চলবে। দুপুর অবধি প্রায় ২০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলেও জানান তিনি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস