, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভেঙে গেছে রেললাইন, পাটের বস্তা গুঁজে চলছে ট্রেন 

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৪ ০৪:২৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৪ ০৪:২৪:০২ অপরাহ্ন
ভেঙে গেছে রেললাইন, পাটের বস্তা গুঁজে চলছে ট্রেন 
এবার নাটোরের আব্দুলপুর জংশন স্টেশন থেকে রাজশাহী রেলপথের লোকমানপুর এলাকায় রেললাইনের ৪ ইঞ্চি অংশ ভেঙে গেছে। ভাঙা অংশের পাটের বস্তা গুঁজে ধীর গতিতে চলছে ট্রেন। 

আজ বুধবার (৮ মে) সকালে বাগাতিপাড়ার লোকমানপুর এলাকায় স্থানীয়রা রেললাইনের ভাঙা অংশটি দেখতে পান। পরে তারা বিষয়টি পার্শ্ববর্তী লোকমানপুর রেলওয়ে স্টেশনে জানান। এরপর থেকে এই রুটে ধীর গতিতে রেল চলাচল করছে।

এ বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) জিএম অসীম কুমার তালুকদার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি লোকমানপুর অতিক্রম করার আগে স্থানীয়রা লাইনে ভাঙা দেখেতে পান। পরে এলাকাবাসী লোকমানপুর স্টেশন মাস্টারকে অবহিত করলে রেলওয়ে কর্মীরা গিয়ে রেললাইন মেরামত শুরু করেন।
 
তিনি আরও বলেন, পুরাতন লাইন তাই এমন ঘটনা ঘটেছে। ভাঙ্গা ওই স্থানটি দিয়ে বিশেষ কায়দায় (পাটের বস্তা গুঁজে) ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। আর বিকেলের মধ্যে ভাঙা স্থানটির মেরামত সম্পূর্ণ হবে। 
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু