, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফিলিস্তিনের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৪ ০৩:০২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৪ ০৩:০২:৫৫ অপরাহ্ন
ফিলিস্তিনের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
এবার ফিলিস্তিনিদের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিশ্বের সকল মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো।

আজ বুধবার (৮ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন। ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায়। এটি দুঃখজনক উল্লেখ করে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের কারণেই আজ হজের ভোগান্তি কমেছে। ঘরে বসেই মানুষ নিজের যাবতীয় কাজ শেষ করতে পারছেন।

এদিকে হজ ক্যাম্প এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে আন্ডারপাস দিয়ে বিমানবন্দরের টার্মিনালে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন সম্প্রীতির পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দেশের হাজীদের কাছে দোয়া চান। 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর