, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কুকুরের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৪ ১২:১৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৪ ১২:১৩:০৮ অপরাহ্ন
কুকুরের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
এবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত হাসান আলী (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল মঙ্গলবার (৭ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, হাসান আলী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার জাইদুল হকের ছেলে। সে উপজেলার কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এদিকে হাসান আলীর পরিবার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল উপজেলার পানিমাছকুটি গ্রামে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আসা একটি পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়। এর মধ্যে সেও ছিল। এরপর তাকে স্থানীয়ভাবে কবিরাজি ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করানো হয়।

এতে হাসান আলীর অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যায় সে।

এ বিষয়ে কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগার আলী বলেন, হাসান আলী আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। তার এমন মৃত্যু সত্যিই কষ্টকর।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ