অবশেষে টানা পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের বয়কট সত্ত্বেও এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রিউ হলে তিনি শপথ নেন তিনি। বর্তমান সংবিধানের অধীনে ছয় বছর স্থায়ী হবে পুতিনের ক্ষমতা।
এদিকে অভিষেকের সময় সংবিধানের একটি বিশেষ অনুলিপিতে এক হাত রেখে দেশ ও জনগণের সেবা করার শপথ নেন পুতিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার জাতীয় সংসদের উভয় কক্ষের আইন প্রণেতা ও বিচারপতিরা। শপথের পর প্রধান বিচারপতি ভ্যালেরি জরকিন পুতিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।
গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর মঙ্গলবারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ৭১ বছর বয়সী এই নেতা।