এবার সাকিব আল হাসানের মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ৫০ ওভারের ডিপিএল লিস্ট ‘এ’ ক্রিকেটের অন্তর্ভূক্ত হওয়ায়, এখানে টি-টোয়েন্টি সংস্করণের সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমে দেয়া বক্তব্যে সাকিব দুষ্টুমি করেছেন বলেও মন্তব্য করেন পাপন।
এদিকে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের দলে নেই সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডির হয়ে তিনি খেলেছেন ডিপিএলের সুপার লিগ। লিগটিকে প্রথমবার দেখা পেয়েছেন সেঞ্চুরির দেখাও। এর মাঝে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব জানিয়েছিলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে সুপার লিগের খেলা টি-টোয়েন্টি সংস্করণের হলে ক্রিকেটারদের ভালো প্রস্তুতি হতো, অল্প সময়ের মধ্যে খেলা শেষ হয়ে যেত এবং তারা আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেতেন।
এ সময় সাকিব বলেন, ‘(ডিপিএলের) সুপার লিগটা টি–টোয়েন্টি সংস্করণে হলে ভালো হতো, ক্রিকেটারদের জন্যও সুবিধা হতো। ক্রিকেটারদের কথা কারও ভাবা উচিত ছিল। এ রকম পরিস্থিতিতে সারা দিন রোদের মধ্যে খেলানো ক্রিকেটারদের জন্য খুবই অমানবিক।’
তীব্র তাপে খেলার কষ্টটা বুঝলেও অন্যান্য বিষয়ে সাকিবের সঙ্গে একমত হতে পারেননি বিসিবি সভাপতি পাপন। সোমবার (৬ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানিয়েছেন, ডিপিএল লিস্ট ‘এ’ ক্রিকেটের অন্তর্ভূক্ত হওয়ায় এখানে টি-টোয়েন্টি সংস্করণের সুযোগ নেই। সাকিবের সামনে টি-টোয়েন্টি খেলার সুযোগ থাকলেও তিনি ৫০ ওভারের ডিপিএলকেই বেছে নিয়েছেন বলে দাবি পাপনের। গণমাধ্যমে দেয়া বক্তব্যে সাকিব দুষ্টুমি করেছেন বলেও মন্তব্য করেন বিসিবি সভাপতি।
এ বিষয়ে পাপন বলেন, ‘আমার মনে হয় সে আপনাদের সঙ্গে দুষ্টুমি করেছে। সে তো টি-টোয়েন্টি খেলতে পারত (জিম্বাবুয়ের বিপক্ষে)। কিন্তু ওয়ানডে ফরম্যাটকে (ডিপিএল) বেছে নিয়েছে।’ সোমবার শেষ হয়েছে চলতি আসরের ডিপিএল। প্রথম তিন ম্যাচে না থাকলেও জিম্বাবুয়ে সিরিজের পরের দুই টি-টোয়েন্টিতে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ সংস্করণের প্রস্তুতির বিষয়েও সাকিবের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পাপন। তার যুক্তি, বছরের শুরু থেকে বিপিএল, এরপর শ্রীলঙ্কার এখন জিম্বাবুয়ে সিরিজ; সব মিলিয়ে প্রস্তুতির ভালো সুযোগ পেয়েছে ক্রিকেটাররা।
পাপন বলেন, ‘ বিপিএল খেললাম, শ্রীলঙ্কা সিরিজ খেললাম, এখন জিম্বাবুয়ে সিরিজ, তার পরও প্রস্তুতি লাগবে?’ আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরের লড়াইয়ে মাঠে নামার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি সিরিজে নিজেদের শেষ বারের মতো ঝালিয়ে নেবে টিম টাইগার।