, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ , ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ


কাভার্ডভ্যান কেড়ে নিলো ঘুমন্ত মা-মেয়ের প্রাণ, বাবা হাসপাতালে

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৩ ০৯:৩২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৩ ০৯:৩২:২০ অপরাহ্ন
কাভার্ডভ্যান কেড়ে নিলো ঘুমন্ত মা-মেয়ের প্রাণ, বাবা হাসপাতালে
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বাবা গণেশ চন্দ্র রবি দাস। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নল্লা এলাকার খোকন চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)। মঙ্গলবার (৩০ মে) ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের বাড়িতে উঠে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। সেসময় বাবা গুরুতর আহত হয়। আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ সংবাদ
মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কুবরা

মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কুবরা