, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মিল্টন সমাদ্দারের গ্রেপ্তারে এলাকাবাসীর মিষ্টি বিতরণ

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ০২:৩০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ০২:৩০:৩৮ অপরাহ্ন
মিল্টন সমাদ্দারের গ্রেপ্তারে এলাকাবাসীর মিষ্টি বিতরণ
এবার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করায় মিরপুরের দক্ষিণ পাইক পাড়ায় মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার (৪ মে) বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ শেষে এলাকাবাসী মিষ্টি বিতরণ করে। 

এদিকে এলাকাবাসী জানান, মিল্টন সমাদ্দারের হাতে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে অনেক ভুক্তভোগী। মানুষের আবেগ নিয়ে যাতে আর কেউ প্রতারণা করতে না পারে। এজন্য তার কঠিন শাস্তির দাবি জানান তারা। এলাকাবাসী বলেন, আশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দার মানবতার নামে নিকৃষ্ট সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

এর আগে বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর জোনাল টিম। তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় ৩টি মামলা করা হয়েছে। আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।

গত বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমে জাল মৃত্যুসনদ দেয়ার অভিযোগে করা মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু