, শনিবার, ১৮ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ


টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ 

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ০২:১১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ০২:১১:০৬ অপরাহ্ন
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ 
এবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে সফরকারি জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং উভয় ডিপার্টমেন্টেই দুর্দান্ত খেলেছে টাইগাররা। ম্যাচে জয় পেলেও বেশকিছু ভুল ধরা পড়েছে টাইগারদের। ব্যাট হাতে অভিষেক ম্যাচে তামিম দুর্দান্ত ফিফটি উপহার দিলেও তিনবার লাইফ পান তিনি।

অন্যদিকে বল হাতে ব্যর্থ ছিলেন পেসার শরিফুল ও লেগ স্পিনার রিশাদ। সব ভুল শুধরে আজ দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সিরিজে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ। অন্যদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে।

আজ রোববার (৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টস। ৫ ম্যাচ সিরিজে এই মুহূর্তে ১-০ তে এগিয়ে স্বাগতিকরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বেশ কয়েকবার বৃষ্টি আঘাত হানে।

এতে করে রান তাড়ায় কিছুটা চাপে পড়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় উইকেটে সেই চাপ সামাল দেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম আর তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ২২ গজে ব্যাট হাতে ঝড় তুলে জয় নিয়েই মাঠ ছেড়েছেন তারা। তৃতীয় উইকেটে এ দু’জন ৩৬ বলে তোলেন ৬৯ রান। তামিম ৪৭ বলে ৮ চার আর ২ ছক্কায় ৬৭ আর হৃদয় ১৮ বলেই ৫ চার আর ১ ছক্কায় খেলেন ৩৩ রানের হার না মানা ইনিংস।

তাই তো সকলের দৃষ্টি এখন দ্বিতীয় ম্যাচের দিকে। সকলের চিন্তা কেমন হবে টাইগারদের একাদশ। যেহেতু টাইগার বোলাররা নিজেদের প্রমাণ করেছে। সেক্ষেত্রে দলে কারা ঢুকতে পারেন আর কারা বাদ পড়তে পারেন। বোল হাতে তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি, ব্যাটিংয়ে তানজিদ তামিম, তাওহিদ হৃদয় আলো ছড়ান।
 
তবে এমন দিনেও আরও একবার ব্যর্থ ছিলেন লিটন দাস। ৩ বলে ১ করে মুজারাবানির বলে বোল্ড হয়ে ফেরেন দীর্ঘদিন ধরে রান খরায় থাকা এই মারকুটে ওপেনার। তাই তার বদলে আজ একাদশে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। বল হাতে শরিফুল ও রিশাদ বেশ রান দিয়েছিলেন প্রথম ম্যাচে। তবে মুস্তাফিজ না থাকায় এবার টিকে যাচ্ছেন শরিফুল। আর লেগস্পিনারের ভবিষ্যৎ বিবেচনায় রিশাদেরও একাদশে জায়গা ধরে রাখার সম্ভাবনা রয়েছে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস/সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।