আজ সকালে দেশের তিন জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ মে) খাগড়াছড়িতে ভোররাত থেকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সাথে ছিল বজ্রপাত।
এ সময় দীঘিনালার গোরস্থান পাড়ায় বজ্রপাতে আগুন ধরে যায় একটি বসতঘরে। সেসময় দুই সন্তানসহ ঘুমিয়ে ছিলেন হাসিনা বেগম। পুড়ে মারা যান মা ও তার ৫ বছরের সন্তান হানিফ। প্রাণে বেঁচে যায় বড় ছেলে হাফিজ। পরে ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্ধার করে।
এছাড়া, খাগড়াছড়ির রামগড়ের হাজাছড়ায় বজ্রপাতে একজনের প্রাণ গেছে। এদিকে, কিশোরগঞ্জে ঝড়ের সময় ঘরের ওপর গাছ চাপায় সন্তানসহ অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে মারা গেছে একজন।