, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাগমারায় আগুনে ৫৩টি পানের বরজ পুড়ে ছাই

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০৭:৪০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০৭:৪০:০০ অপরাহ্ন
বাগমারায় আগুনে ৫৩টি পানের বরজ পুড়ে ছাই
এবার রাজশাহীর বাগমারায় আগুনে ৫৩টি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার (৩ মে) দুপুরে বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের মাঠে হঠাৎ করেই পান বরজে আগুন লাগে।

টানা খরার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০ বিঘা পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, টানা তাপদাহ চলে আসছে রাজশাহী অঞ্চলে। সেকারণে আগুন ধরার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে। রাজশাহী, বাগমারা, মোহনপুর ও আত্রাই এর ৫টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় পান বরজের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধশতাধিক কৃষকের ক্ষতি হয়েছে।

আক্তার হামিদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। তারা দুপুরে বিশ্রাম নেয়ার সময় ধুমপান করেছিলেন। প্রাথমিক ধারণা ধুমপান করা সিগারেটের আগুন থেকে পানের বরজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আক্তার হামিদ খান বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোটি টাকার ক্ষতি হয়েছে কৃষকদের।’
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান