, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তীব্র তাপদাহের মধ্যেই ঘন কুয়াশা!

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০৭:২৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০৭:২৫:২২ অপরাহ্ন
তীব্র তাপদাহের মধ্যেই ঘন কুয়াশা!
এবার সদ্যই শেষ হলো মৌসুমের সবচেয়ে উত্তপ্ত মাস এপ্রিল। মাসের প্রথম থেকেই সূর্যের রোষ টের পেয়েছে দেশবাসী। যখন সেই রোষের তীব্রতায় পুড়েছে প্রকৃতি। ঠিক তখনই নাটোরের বাগাতিপাড়ায় দেখা মিলল শীতের কুয়াশায় ঘেরা ভোর। শুক্রবার (৩ মে) ভোরের আলো ফোটার পরিবর্তে উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। মনে হচ্ছিল এটা শীতের সকাল।

তবে ঘণ্টা দেড়েক পর সূর্যের তাপে কুয়াশার চাদর সরিয়ে স্বাভাবিক রূপে ফিরে আসে প্রকৃতি। প্রকৃতির এমন অস্বাভাবিক রূপে জনমনে ছড়িয়েছে নানা প্রশ্ন। স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারদিক। ঘন কুয়াশায় এতটাই ছিল দূরের কাউকেও স্পষ্ট দেখা যাচ্ছিল না। উপজেলার তমালতলা, জামনগর, বিহারকোলসহ পুরো উপজেলায় এ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে।

এদিকে তমালতলা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নাজনীন সুলতানা জানান, ভোরে হঠাৎ কুয়াশাচ্ছন্ন প্রকৃতি তার নজরে এসেছে। সেই সময় আবহাওয়া কিছুটা ঠান্ডা অনুভূত হয়। তবে বিষয়টা অস্বাভাবিক বলে তিনি মনে করেন।
 
চকতকিনগর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বছির উদ্দিন জানান, মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হয়ে দেখেন ঘন কুয়াশা। তার জীবদ্দশায় গ্রীষ্মের এমন খরতাপের মধ্যে শীতকালের কুয়াশা তিনি দেখেননি। প্রকৃতি তার স্বাভাবিকতা হারানোর কারণেই এমনটি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া সদর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তিনি ঘুম থেকে একটু দেরি করে উঠলেও লোকমুখে কুয়াশাচ্ছন্ন প্রকৃতির বিরূপ আচরণের কথা শুনেছেন।
 
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু