, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


মেজর লিগে প্রথমবার মাসসেরা মেসি

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০২:২৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০২:২৫:১১ অপরাহ্ন
মেজর লিগে প্রথমবার মাসসেরা মেসি
এবার লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগদানের ১০ মাস পেরিয়ে গেছে। নতুন ক্লাবে যোগ দেয়ার পরপরই পেছনের সারিতে থাকা দলটিকে শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন তারকা। তবে যুক্তরাষ্ট্রে এবারই প্রথম বড়সড় কোনো ব্যক্তিগত অর্জনের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা।

এদিকে চলতি বছর মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি ছিলেন মেসি। ইনজুরির কারণে ক্লাব এবং জাতীয় দলের বেশিরভাগ ম্যাচেই খেলা হয়নি তার। তবে মাঠে ফিরে গত মাসটা দারুণভাবে পার করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

ইনজুরি কাটিয়ে এপ্রিল মাসে মায়ামির সবগুলো ম্যাচে খেলেছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার উপস্থিতি দলকে উজ্জীবিত করেছে দারুণভাবে। ৪ ম্যাচ খেলে একটিতেও হারেনি দলটি। এই ৪ ম্যাচে প্রতিপক্ষকে ১২টি গোল দিয়েছে মায়ামি। তার ১০টিতেই অবদান রেখেছেন মেসি। নিজের করেছেন ৬টি গোল এবং ৪টি করিয়েছেন সতীর্থদের দিয়ে।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা