, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে দুঃসংবাদ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ০২:১০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ০২:১০:৩৪ অপরাহ্ন
প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে দুঃসংবাদ
এবার তীব্র দাবদাহের পর বৃহস্পতিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হয়েছে। আজ শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। সেখানে আজ সন্ধ্যা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বৃষ্টির যে পূর্বাভাস দেয়া হয়েছে, তাতে ম্যাচের শেষ দিকে বা শেষেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। 

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকে চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থাকার কথা। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ শুরু হওয়ার সময়ও আবহাওয়া একই রকম বলে জানা গেছে। তবে রাত ১১টার দিকে চট্টগ্রাম অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। 
তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা