, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ১১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশি ১০ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৪ ১০:৪১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৪ ১০:৪১:৪৮ পূর্বাহ্ন
বাংলাদেশি ১০ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি
এবার কক্সবাজারের উখিয়া সীমান্তের নাফ নদীতে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া ১০ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গতকাল বৃহস্পতিবার (২ মে) রাত পৌনে ৮টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে জেলেদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে ফেরত আসা জেলেরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২) এবং একই ইউনিয়নের পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫) ও আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

এ বিষয়টি নিশ্চিত করে উখিয়ার ইউএনও তানভীর হোসেন জানান, নাফ নদীতে মাছ শিকার গিয়ে আরাকান আর্মির হাতে আটক ১০ জেলেকে ছেড়ে দিয়েছে। রাতে তারা ফেরত এলে জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি তাদের নিয়ে যায়। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
 
এদিকে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া ১০ জেলে ফেরত এসেছে। তারা সুস্থ আছেন।
প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ

প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ