, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


নাটোরে বিএনপির নেতাকে হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে 

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৩ ০৫:৪০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৩ ০৫:৪০:২৯ অপরাহ্ন
নাটোরে বিএনপির নেতাকে হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে 
রবিন খান, নাটোর থেকে: নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজহার আলী হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তিনি। এ সময় বিচারক মোছা. কামরুন্নাহার রবির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রবি একই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজহার আলীকে হত্যার পর মাঠের ভেতর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় হত্যা মামলা দায়ের হলে ৬ নম্বর আসামি করা হয় রবিউল ইসলাম রবিকে। ওই মামলায় আদালতে হাজিরা দিতে আসেন রবি। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রবির নামে চৌগ্রাম বেলঘড়িয়া এলাকার শিল্পী খাতুন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। শিল্পী হত্যা মামলার প্রধান আসামিও সে। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে মামলার বাদীসহ অন্যদের হুমকি দেয়ার পাশাপাশি জমি, পুকুর দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে ২০২০ সালে সেপ্টেম্বর মাসে নৈতিকতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে ১০নং চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বারিক চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবিকে আওয়ামী লীগের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়ে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সিংড়া উপজেলা কমিটিকে সুপারিশ করেছিল। কিন্তু সে সুপারিশ আমলে নেয়নি উপজেলা আওয়ামী লীগ।
 
সর্বশেষ সংবাদ
বৃহস্পতিবার থেকে দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

বৃহস্পতিবার থেকে দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা