, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বড় চমক রেখে পাকিস্তানের ১৮ সদস্যের দল ঘোষণা

  • আপলোড সময় : ০২-০৫-২০২৪ ০১:৪৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৪ ০১:৪৬:৫৭ অপরাহ্ন
বড় চমক রেখে পাকিস্তানের ১৮ সদস্যের দল ঘোষণা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো যখন দল ঘোষণায় ব্যস্ত ঠিক তখনই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমকে অধিনায়ক করে বৃহস্পতিবার (২ মে) এই দল ঘোষণা করা হয়। 

এদিকে ঘোষিত দলে ফিরেছেন হ্যারিস রউফ, হাসান আলী ও সালমান আঘা। দলে জায়গা হয়নি উসামা মীর ও জামান খানের। চোটের কারণে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে না থাকা আজম খান ও হ্যারিস রউফ রয়েছেন এই দলে। নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল মোহাম্মদ রিজওয়ান ও ইরফান খানকে।

দুজনেই জায়গা পেয়েছেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দলে। পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স এবং অভিজ্ঞতার কারণে দলে ফেরানো হয়েছে হাসান আলীকে।  আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১০ মে মাঠে নামবে বাবর-রিজওয়ানরা।

সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ মে ও ১৪ মে। আইরিশদের বিপক্ষে সিরিজ শেষ করেই ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২২ মে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে। 

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান দল-  বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদস রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আয়ুব, ফখর জামান, ইরফান খান নিয়াজী, ইফতেখার আহমেদ, উসমান খান, আজম খান (উইকেটরক্ষক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হ্যারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, হাসান আলি ও সালমান আলি আঘা। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান