, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


১০ বছর গোপন রাখার পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৩ ০৫:২৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৩ ০৫:২৩:০৩ অপরাহ্ন
১০ বছর গোপন রাখার পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী স্নেহাল রায় ২১ বছরের বড় রাজনীতিবিদের সঙ্গে গোপনে বিয়ে করেছেন। তার বরের নাম মাধবেন্দ্র কুমার। তিনি উত্তরপ্রদেশের প্রভাবশালী একজন নেতা। ১০ বছর আগে বিয়ে করেন এই দম্পতি। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

বিয়ের খবর দীর্ঘ ১০ বছর গোপন রাখার কারণ জানিয়ে স্নেহাল রায় বলেন— ‘তারকাদের বিবাহিত জীবন প্রকাশ্যে না আনলেও চলে।’ তা হলে এখন কেন এ খবর প্রকাশ করলেন? এ প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেব। আমার কাছে মনে হয়েছে এখনই এ খবর সবাইকে জানানোর উপযুক্ত সময়।’ স্নেহাল যখন বিয়ে করেন তখন তার বয়স ছিল ২৩ বছর। স্বামী-সংসার নিয়ে খুবই খুশি এই অভিনেত্রী। তার ভাষায়— ‘আমি খুবই আনন্দিত। আমার বরের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’

গত ২৮ মে ছিল স্নেহাল ও মাধবেন্দ্রর দশম বিবাহবার্ষিকী। ১০ বছর ধরে বিয়ে করলেও তৃতীয়বার একসঙ্গে দিনটি উদযাপন করেছেন তারা। ব্যস্ততার কারণে একসঙ্গে দিনটি উদযাপস করতে পারেননি তারা।

প্রসঙ্গত, ‘ইশক কা রং সাফেদ’, ‘জন্ম কা বন্ধন’, ‘বিষ’, ‘ইচ্ছাধারী নাগিন’, ‘পারফেক্ট পতি’, ‘ভিশ’-এর মতো হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন স্নেহাল রায়।

 
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন