, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ ৪ উইকেট নিতে পারলেই ইতিহাস গড়বেন মুস্তাফিজ

  • আপলোড সময় : ০১-০৫-২০২৪ ০১:২৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৪ ০১:২৭:৪৬ অপরাহ্ন
আজ ৪ উইকেট নিতে পারলেই ইতিহাস গড়বেন মুস্তাফিজ
চলতি আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। শেষ কয়েকটি ম্যাচ বল হাতে খরুচে বোলিং করলেও শেষ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে আজ বুধবার (১ মে) শেষ হচ্ছে মুস্তাফিজের আইপিএল যাত্রা। আইপিএলে মুস্তাফিজের সেরা মৌসুম বলা যায় ২০১৬ সালের মৌসুমকে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেবার দারুণ ছন্দে ছিলেন তিনি। বর্তমানে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশের এই পেসার। 

গত ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। অর্থাৎ ১৭ উইকেট ছুঁতে এবার বাঁহাতি এই পেসারের আর প্রয়োজন মাত্র ৩ উইকেট। আর সেটি ছাড়িয়ে যেতে প্রয়োজন ৪টি। পাঞ্জাবের বিপক্ষে আজ বুধবার (১ মে) চার উইকেট নিতে পারলে আইপিএলে এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮ উইকেট শিকার করবেন মুস্তাফিজ।

টি-টোয়েন্টি ম্যাচে চার উইকেট নেয়া সহজ কাজ নয়। তবে ক্রিকেটে অসম্ভব বলেও কিছু নেই। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠ হওয়ায় কিছুটা হলেও আশা দেখতেই পারে ফিজ। এবারের মৌসুমে ৫ ম্যাচ খেলে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ১১ উইকেট নিয়েছেন তিনি। 

এদিকে মুস্তাফিজ যদি আজ উইকেট নাও পায় সেক্ষেত্রে এটি উইকেটের হিসাবে যৌথভাবে তার দ্বিতীয় সেরা মৌসুম। এর আগে ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান