, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু

  • আপলোড সময় : ০১-০৫-২০২৪ ১১:০৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৪ ১১:০৭:৪২ পূর্বাহ্ন
শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু
পৃথিবী যখন জাহেলি চেতনায় অন্ধকারাচ্ছন্ন,মানুষে মানুষে যখন বৈষম্যের লড়াই, সভ্যতা যখন নগ্নতার কারাগারে বন্দী—ঠিক তখনই শান্তি ও মানবতার বার্তা নিয়ে হাজির হন নবী মুহাম্মাদ (সা.)। ডাক দেন ইসলামের। ডাক দেন তাওহিদের। তার ডাকে মরুদ্যানে ফের আসে সবুজের ছায়া। ধীরে ধীরে জগতজুড়ে শুভ্রতার বিস্তৃতি ঘটে। মানবহৃদয়ে জন্ম নেয় প্রভুর তাড়না। মানুষ বাঁচতে শিখে শুদ্ধতার মিছিলে। 

মনুষ্যত্ব ও মানবিকতাবোধের প্রদীপ মিটমিট করে ঝলসে ওঠে আদিপ্রাণে। নবী মুহাম্মাদ (সা.) ঘোষণা দেন,  কৃষক, শ্রমিক, জেলে, মাঝি, কামার, মুচি, রাজা-বাদশাহ সবার পরিচয় একটাই। সবাই মানুষ। রব্বুল আলামিনের সৃষ্টি। সবার অধিকার সমান।
 
বিদায় হজের ভাষণে তিনি (সা.) বলেন, অনারবের ওপর আরবের আর আরবের ওপর অনারবের এবং শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের ও কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব শুধু আল্লাহভীতি ও ধর্ম পালনের দিক দিয়েই বিবেচিত হতে পারে। (মুসনাদে আহমদ : ২২৯৭৮)
 
এ ভাষণে রাসুল (সা.) শ্রমিকদের অধিকারের ব্যাপারে সতর্ক করে বলেন, তোমরা তাদের ওপর কখনো জুলুম করবে না। তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে। তোমরা যা পরবে, তাদেরকেও তাই পরাবে। তোমরা তাদের ওপর এমন কাজ চাপিয়ে দিও না, যা করতে তারা অক্ষম। যদি দিতেই হয় তাহলে তাদের কাজে তোমরা সাহায্য-সহযোগিতা করো।
 
রহমাতুল্লিল আলামিন (সা.) নিজেও একজন শ্রমিক ছিলেন। ঘাম ঝরিয়ে উপার্জন করেছেন। খেটে খাওয়া জীবনযাপনে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উম্মাতের জন্যে রুটিরুজির উত্তম পন্থা শিখিয়ে গেছেন নিখুঁতভাবে। তিনি বলেন, আমিও মজুরির বিনিময়ে মক্কাবাসীদের ছাগল-ভেড়া চরিয়েছি। সব শ্রমিকদের সমান মর্যাদা ঘোষণা দিয়ে নবীজি (সা.) বলেন, ‘শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু। 
 
ইসলাম শ্রমিককে বলেছে, দক্ষ বিশ্বস্ত ও দায়িত্ববান হতে। তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে পিঠে কাঠের বোঝা বহন করে তা বাজারে বিক্রি করে জীবনযাপন করা; এটা তার জন্যে মানুষের কাছে ভিক্ষা করার চেয়ে উত্তম (বুখারি : ১৪৭১)। ইসলাম মুমিনের পরিশ্রমকে পুণ্যের ঘোষণায় বেষ্টিত করেছে। ইসলামে বলা হয়েছে,যারা জীবনের জন্যে লড়বে,লাঙ্গল-জোয়াল কাঁধে নেবে—তারা সওয়াব পাবে; যেমন সওয়াব মেলে অন্যসব ইবাদতে। 
 
ন্যায়-নীতিবান শ্রমিকের পরিশ্রমকে নবীজি (সা.)  জিহাদের সঙ্গে তুলনা করেছেন। একদিন এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছ দিয়ে যাচ্ছিল। সাহাবায়ে কেরাম লোকটির দেহের শক্তি-সামর্থ্য এবং সাহসিকতা দেখে বললেন,  ইয়া রসুলুল্লাহ, এই লোকটি যদি আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করত; তাহলে আমাদের অনেক কল্যাণ হতো।

রসুল (সা.) সাহাবায়ে কেরামকে বললেন, এই লোকটি যদি তার ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্দেশে উপার্জনের চেষ্টায় ঘর থেকে বের হয়ে থাকে, তাহলে তোমরা শুনে রাখো; লোকটি অবশ্যই আল্লাহর রাস্তায় তথা জিহাদের ময়দানেই আছে।
 
নবীজি আবার বললেন, ‘এই লোকটি যদি তার পিতা-মাতার খেদমতের উদ্দেশে উপার্জনের চেষ্টায় ঘর থেকে বের হয়ে থাকে, তাহলে সে অবশ্যই আল্লাহর রাস্তায় তথা জিহাদের ময়দানেই আছে।’ 
 
তৃতীয়বার রাসুল (সা.) বললেন, ‘এই লোকটি যদি স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ঘর থেকে বের হয়ে থাকে, তবে অবশ্যই সে আল্লাহর রাস্তায় তথা জিহাদের ময়দানেই আছে’ (সহিহুত তারগিব : ১৬৯২)। 
 
আমরা অনেকে শ্রমিকের ঘাম ঝরাই। তাদেরকে দিয়ে শতভাগ কাজ আদায়ের চেষ্টা করি। কিন্তু বেলাশেষে তার মজুর প্রদানে আমাদের অনীহা দেখা যায়। অজুহাতের বন্যায় তাদের শ্রম ভুলে যাই। ভুলে যাই তাদের ডাল-ভাতের কথা। এ ব্যাপারে তাগিদ দিয়ে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা শ্রমিকদের মজুরি পরিশোধ করে দাও, তাদের শরীরের ঘাম শুকানোর আগেই’ (বুলুগুল মারাম : ৯১৩)।  
 
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ