, বুধবার, ২২ মে ২০২৪ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ


অভিজ্ঞ ব্যাটারকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার 

  • আপলোড সময় : ০১-০৫-২০২৪ ০৯:৩৫:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৪ ০৯:৩৫:২৬ পূর্বাহ্ন
অভিজ্ঞ ব্যাটারকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার 
সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা, ভারত, আফগানিস্তান ও ইংল্যান্ড। এবার বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আসন্ন বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

১৫ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্টিভেন স্মিথের। চলমান আইপিএলে ব্যাটিং তাণ্ডব দেখিয়ে আলোচনায় এসেছিলেন অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। অনেক সাবেক ক্রিকেটারই তরুণ এই ব্যাটারকে বিশ্বকাপ দলে রাখার কথা বলেছিলেন।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা এই ব্যাটারকে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে রাখেনি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। বৈশ্বিক আসরে অভিজ্ঞদেরই প্রাধান্য দিয়েছে তারা। বাজে সময় পার করা স্মিথও জায়গা হারিয়েছেন বিশ্বকাপ দলে। 

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, যারা ঘোষিত দলে সুযোগ পায়নি তাদের ওপরও নজর রাখা হবে। তিনি বলেন, ‘কয়েকজন খেলোয়াড়, যারা প্রাথমিক দলে সুযোগ পায়নি, তাদের ওপর নজর রাখা হবে।আমরা যদি দলে পরিবর্তন আনতে চাই, আইসিসির নিয়ম মেনে সেটি করার সুযোগ আছে।’

বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, জশ ইংলিশ, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন, নাথান এলিস।