চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহের চরে ঝড়ের কবলে একটি পর্যটনকেন্দ্রে আটকা পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
তিনি বলেন, মেঘনা নদীর পাড়ে রাহেরচর পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা ২২ জন শিক্ষার্থী ঝড়ের কবলে আটকা পড়ে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক উদ্ধারকারী দল সন্ধ্যা পৌনে ৬টার ঘটনাস্থলে পৌঁছায় এবং শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে মোহনপুর লঞ্চঘাটে নিয়ে আসে।
তিনি আরও বলেন, পরবর্তীতে স্টেশন কমান্ডার চাঁদপুরের অনুমতিক্রমে শিক্ষার্থীদের যার যার গন্তব্যস্থলে পাঠানো হয়। ঝড়ের কবলে পড়া শিক্ষার্থীরা সকালে সুস্থ আছে। শিক্ষার্থীরা উত্তর মতলব ও কচুয়া এলাকার বাসিন্দা।