, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইসরায়েলবিরোধী বয়কটের জেরে বন্ধ কেএফসির শতাধিক আউটলেট 

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৪ ০৭:২৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৪ ০৭:২৯:৪৭ অপরাহ্ন
ইসরায়েলবিরোধী বয়কটের জেরে বন্ধ কেএফসির শতাধিক আউটলেট 
এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কটের জোয়ার বইছে। বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে এই বয়কট আন্দোলন বেশ বেগবান। এই আন্দোলনের স্রোত থেকে বাদ পড়েনি দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া। গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে দেশটির সরকার যেমন সরব, তেমনি জনগণও।

ইসরায়েলি কোম্পানির পাশাপাশি দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিও এই আন্দোলনের অনলে পুড়ছে। তাই মালয়েশিয়ায় বাধ্য হয়ে শতাধিক দোকান বন্ধ করে দিতে হয়েছে মার্কিন ফাস্ট ফুড প্রতিষ্ঠান কেএফসিকে। সোমবার (২৯ এপ্রিল) দেশটির গণমাধ্যমের বরাতে এমন খবর দিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

এদিকে ডেইলি সাবাহর প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ায় সাময়িকভাবে ১০০টির বেশি আউটলেট বন্ধ করেছে কেএফসি। এসব আউললেটের বেশিরভাগ উত্তর-পূর্ব কেলান্টান রাজ্যে অবস্থিত। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের যে একতরফা সমর্থন তার প্রতিবাদে দেশটিতে কয়েক মাস ধরে ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কটের আন্দোলন চলছে। জনগণের এই বয়কট আন্দোলনের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেএফসি।

মালয়েশিয়ায় কেএফসি মালিক ও পরিচালক প্রতিষ্ঠান হলো কিউএসআর ব্র্যান্ডস। সোমবার এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, সারা দেশে তারা ১০৮টি কেএফসি আউটলেটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করছেন। মালয়েশিয়াজুড়ে কেএফসির ছয় শতাধিক আউটলেট রয়েছে।

তবে সম্প্রতি এসব আউটলেটে মানুষের পদচারণা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কাস্টমার না পেয়ে শেষ পর্যন্ত তাদের ব্যবসা গুটিয়ে আনার পথে হাঁটতে হলো। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে আলজেরিয়ায় প্রথম শাখা খোলার মাত্র দুদিনের মাথায় আউটলেট বন্ধ করে দিতে বাধ্য হয় কেএফসি।

এদিকে গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান