, মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ


টাঙ্গাইলে হিটস্ট্রোকে দুজনের মৃত্যু, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৪ ০৬:৪৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৪ ০৬:৪৭:৩৮ অপরাহ্ন
টাঙ্গাইলে হিটস্ট্রোকে দুজনের মৃত্যু, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
এবার টাঙ্গাইলে হিটস্ট্রোকে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। তীব্র দাবদাহে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন। আজ মঙ্গলবার ৩০ এপ্রিল হিটস্ট্রোকে কালিহাতী উপজেলার তালতলা গ্রামের মুনছের আলী সরকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মির্জাপুরের দেওহাটা হাটে কেনাকাটা করতে এসে আরেক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।  ওই গ্রামের মৃত আছান আলী সরকারের ছেলে। 

জানা যায়, মঙ্গলবার সিংগুরিয়া বাজার থেকে মুনছের আলী সরকার পায়ে হেঁটে বাড়িতে আসেন। পরবর্তীতে তিনি দুপুরে দিকে প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করলে পরিবারের লোকজনকে হাসপাতালে নেয়ার আগেই বাড়িতেই তার মৃত্যু হয়।
 
অন্যদিকে মির্জাপুর উপজেলার দেওহাটা হাটে বাজার করতে এসে অজ্ঞাত ব্যক্তি অসুস্থ হয়ে হাটেই তার মৃত্যু হয়। পরে স্বজন ও এলাকাবাসী তাকে বাড়ি নিয়ে যায়। টানা কয়েকদিনের দাবদাহে টাঙ্গাইলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।

বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের না হলেও খেটে খাওয়া মানুষরা জীবিকার তাগিদে বের হয়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন। এদিকে তীব্র দাবদাহে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন।

এদিকে টাঙ্গাইল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল উদ্দিন বলেন, সোমবারের মতো মঙ্গলবারও চলতি বছরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ৩৫%। আগামী আরও দুই এক দিন দাবদাহ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সর্বশেষ সংবাদ
দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় হতে পারে

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় হতে পারে