আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে ২০২২ আসরে ছোট ফরম্যাটের বিশ্বজয়ী ইংল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে ইংলিশদের নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জশ বাটলার। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডানহাতি পেসার জফরা আর্চার।
এদিকে কনুইয়ের চোটে ভোগা আর্চার প্রায় একবছর পর দলে ফিরলেন। গতি তারকা সবশেষ ইংল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের মে মাসে। পরে চোটের জন্য ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি। ২০২১ সাল থেকে নানান চোটে ভুগছিলেন ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা পেসার।
অভিজ্ঞ পেস-অলরাউন্ডার ক্রিস জর্ডানকে ফেরানো হয়েছে। ইংল্যান্ডের হয়ে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন তিনি। টপঅর্ডারে অধিনায়ক বাটলারের সাথে উইল জ্যাকস, ফিল সল্ট, জনি বেয়ারস্টোর থাকছেন, আছেন বাঁহাতি বেন ডাকেটও। স্পিন-অলরাউন্ডার মঈন আলী জায়গা পেয়েছেন।
এদিকে মিডল অর্ডারে হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারেনের পর লোয়ারঅর্ডারে লেগ স্পিনার আদিল রশিদ ও টম হার্টলিতে ভরসা রেখেছে ইংল্যান্ড। একই দল ২২মে থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও খেলবে।
এদিকে দলে কোনো পরিবর্তন করতে ২৫ মে’র আগে আইসিসিকে জানাতে হবে। এরপর যেকোনো দলের কোনো পরিবর্তনে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হবে।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিচি টপলে, মার্ক উড।