, বুধবার, ১৫ মে ২০২৪ , ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ


প্রচণ্ড গরমে স্কুলেই অসুস্থ ১৫ শিক্ষার্থী, জ্ঞান হারাল ৬ জন

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৪ ০৩:৫০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৪ ০৩:৫০:১৭ অপরাহ্ন
প্রচণ্ড গরমে স্কুলেই অসুস্থ ১৫ শিক্ষার্থী, জ্ঞান হারাল ৬ জন
এবার প্রচণ্ড তাপদাহের কারণে নড়াইলের লোহাগাড়া উপজেলার ইতনা মাধ্যমিক স্কুল ও কলেজের  ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। একই সাথে ওই প্রতিষ্ঠানে ৬ জন জ্ঞান হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার। তিনি জানান, অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর আজকের জন্য বিদ্যালয় ছুটিও দেয়া হয়েছে বলে অধ্যক্ষ জানান। জ্ঞান হারানো ৬ শিক্ষার্থী হলেন সাহারা, রেজোয়ান, সোহাগ, বায়োজিদ, শিহাব ও অনামিকা।

এদিকে হিট এলার্ট জারির কারণে ঈদ ও পহেলা বৈশাখের ছুটির সাথে আরও এক সপ্তাহের ছুটি দেয় মন্ত্রণালয়। পরে তাপপ্রবাহের মধ্যেই স্কুল খোলে। কিন্তু গতকাল কয়েকটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নোটিশ আসে। তবে সব জেলার স্কুল বন্ধ হয়নি। 
 
সর্বশেষ সংবাদ
আজ থেকে রাজধানীতে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা

আজ থেকে রাজধানীতে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা