, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ


মুস্তাফিজকে পুরো ৪ ওভার বোলিং না দেওয়ার কারণ জানালেন চেন্নাই অধিনায়ক

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৪ ১২:৩৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৪ ১২:৩৭:১০ অপরাহ্ন
মুস্তাফিজকে পুরো ৪ ওভার বোলিং না দেওয়ার কারণ জানালেন চেন্নাই অধিনায়ক
চলতি আইপিএলে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭৮ রানের দাপুটে জয় পেয়েছে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২১২ রানের বিশাল পুঁজি পায় চেন্নাই। জবাবে ৭ বল আগেই ১৩৪ রানে অল আউট হয়ে যায় প্যাট কামিন্সের দল। এই জয়ে হায়দরাবাদকে সরিয়ে টেবিলের তিনে উঠে এলো চেন্নাই।

এদিকে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচে সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। চলতি আইপিএলে ব্যাটে ঝড় তোলা অজি ওপেনার ট্রাভিস হেড ফেরেন মাত্র ১৩ রান করেই। হায়দরাবাদের আরেক ওপেনার অভিষেক শর্মাও এদিন ব্যর্থ হয়েছেন। দেশপান্ডের বলে মিচেলের কাছে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ১৫ রানে।

মাকরাম, ক্লাসেন এবং রেড্ডি চেষ্টা করেও দলকে বেশিদূর নিয়ে যেতে পারেনি। দক্ষিণ আফ্রিকার দুই মারকুটে ব্যাটসম্যান মাকরাম ও ক্লাসেন ফেরেন যথাক্রমে ৩২ ও ২০ রানে। বাকিদের মধ্যে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়ক প্যাট কামিন্স ৭ বলে মাত্র ৫ রান করে ফেরেন।

এদিন বোলিংয়ে উজ্জ্বল ছিলেন তুষার দেশপান্ডে। ৩ ওভার বোলিং করে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট। মুস্তাফিজও দারুণ বোলিং করেছেন। ২.৫ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এছাড়াও পাথিরানাও পেয়েছেন দুইটি উইকেট।

তবে এদিন চেন্নাইয়ের ডেথ ওভারের বোলিংয়ে দেখা গেছে বেশ পরিবর্তন। চেন্নাইয়ের হয়ে নিয়মিত ডেথ ওভারে বোলিং করা পাথিরানা ও মুস্তাফিজকে দিয়ে করানো হয়নি তাদের কোটার ৪ ওভার। পাথিরানাকে ২ ওভার ও মুস্তাফিজকে দিয়ে করানো হয়েছে ২ ওভার ৫ বল। এর কারণও ম্যাচ শেষে ব্যাখ্যা দিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

এ বিষয়ে তিনি বলেন, "যখন আমরা বুঝতে পেরেছি ম্যাচ আমাদের হাতে চলে এসেছে তখন আমরা ইঞ্জুরির কথা চিন্তা করে তাদেরকে দিয়ে ডেথ ওভারে বোলিং করাই নি। তবে পুরো ম্যাচেই বোলার খুব ভাল বোলিং করেছে।"
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ খেলতে আজ রাতে দেশ ত্যাগ করবে টাইগাররা

বিশ্বকাপ খেলতে আজ রাতে দেশ ত্যাগ করবে টাইগাররা