, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে: নাসিরুদ্দিন শাহ

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৩ ০২:২৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৩ ০২:২৭:২৫ অপরাহ্ন
মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে: নাসিরুদ্দিন শাহ
এবার বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক সাক্ষাৎকারে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন ক্ষমতাসীনরা ‘সুকৌশলে’ মানুষের মনে ‘মুসলিম বিদ্বেষ’ ঢুকিয়ে দিচ্ছেন। বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ সম্প্রতি বলেছেন, ‘বর্তমান সময়টা উদ্বেগজনক। নানা বাহানায় মুসলিমবিরোধী চিন্তা ও ধ্যানধারণা মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।'

তিনি বলেন, 'সামাজিক জীবনেও তার প্রতিফলন ঘটছে প্রতিনিয়ত। মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে, এমনকি শিক্ষিতদের মাঝেও। ক্ষমতাসীন দল সুকৌশলে বিষয়টি নার্ভে গেঁথে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি। তাহলে সব কিছুর মধ্যে ধর্ম টানছেন কেন?’

অভিনেতা আরও বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ভোট গ্রহণ করছে তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি মনে করেন যে একজন মুসলিম নেতা যদি ‘আল্লাহু আকবর’ বলে ভোট চাইতেন তাহলে তাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হতো।

অভিনেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান। যদিও সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।’ ভারতের সরকার সম্পর্কে এর আগেও মুখ খুলেছেন নাসিরুদ্দিন শাহ। অভিনেতা আশা করেন একদিন এই ঘৃণার রাজনীতি বন্ধ হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস 
সর্বশেষ সংবাদ