, বুধবার, ১৫ মে ২০২৪ , ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ


ট্রেন্ডিংয়ের শীর্ষে তাহসান-ফারিণের গান, হানিফ সংকেতের পোস্ট

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৪ ০৯:৫০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৪ ০৯:৫০:১১ পূর্বাহ্ন
ট্রেন্ডিংয়ের শীর্ষে তাহসান-ফারিণের গান, হানিফ সংকেতের পোস্ট
এবার ঈদুল ফিতরে ইত্যাদিতে প্রচারিত গান ‘রঙে রঙে রঙিন হব’। এই গানের মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। আর প্রথম গানেই বাজিমাত করেছেন তিনি।

বর্তমানে গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ের মিউজিক বিভাগে এক নম্বরে উঠে এসেছে। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় টেলিভিশন শো ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেত।

হানিফ সংকেত লিখেছেন, ‘প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে নির্মিত ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত প্রত্যেকটি গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানগুলির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনও অটুট রয়েছে।’
 
হানিফ সংকেত আরও লিখেছেন, ‘আমরা সবসময় চেষ্টা করি ইত্যাদির গানগুলির কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিরও প্রশংসা করেছেন। এই গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।’

এদিকে তাহসান ও ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি বর্তমানে ঘুরে-ফিরছে সবার মুখে মুখে। যা গত ১২ দিনে ভিউ হয়েছে ৭ দশমিক ৮ মিলিয়ন।
সর্বশেষ সংবাদ
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা পাবেন ৬০ হাজার টাকা, আবেদন যেভাবে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা পাবেন ৬০ হাজার টাকা, আবেদন যেভাবে