, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কুড়িগ্রাম সীমান্তে দিয়ে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৪ ০৫:৫৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৪ ০৫:৫৩:৩৬ অপরাহ্ন
কুড়িগ্রাম সীমান্তে দিয়ে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেফতার
এবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাদল মিয়া (২৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে গ্রেফতার দেখিয়ে আজ রোববার (২৮ এপ্রিল) দুপুরে ওই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এদিকে গ্রেফতার ওই ব্যক্তির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সীমান্তবর্তী নট্টবাড়ী করলা গ্রামে। তার বাবার নাম জাহিদুল মিয়া। 

এদিকে পুলিশ জানায়, শনিবার রাতে অবৈধ প্রবেশ করে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করছিল।

এমন খবরে বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বাজার থেকে ওই ভারতীয় নাগরিককে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২ টার দিকে বালারহাট ক্যাম্পের বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে থানায় সোর্পদ করে।

এ বিষয়ে ফু্লবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা করেছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস