, রবিবার, ১২ মে ২০২৪ , ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


সাধারণ মানুষের বিচার পাওয়া দয়া নয়, তার অধিকার: আইনমন্ত্রী

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৪ ০৪:৩০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৪ ০৪:৩০:৪৮ অপরাহ্ন
সাধারণ মানুষের বিচার পাওয়া দয়া নয়, তার অধিকার: আইনমন্ত্রী
এবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারের জন্য খরচ না করে সাধারণ মানুষ লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তা পাবে। যেখানে সাধারণ মানুষের বিচার পাওয়া দয়া নয়, বরং তা তার অধিকার। আজ রোববার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এদিকে বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত মামলাগুলো যাতে সারাদেশের মানুষ আইনগত সহায়তা অফিসে গিয়ে আপোষ করতে পারে, সে ব্যাপারে আরও মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আনিসুল হক। 

সারা দেশের লিগ্যাল এইড অফিসগুলো যাতে বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভরসার জায়গা হয়, সে ব্যাপারে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তিনি। 
 
গত ২০২০ সাল থেকে শুরু হওয়া লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সারা দেশে দেড় লাখের ওপরে মামলার নিষ্পত্তি হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এটি দেশের গরীব মানুষের জন্য বিনা পয়সায় বিচার পাওয়ার জায়গা। সুতরাং এর বিচার প্রক্রিয়া নিয়ে আরও প্রচার করতে হবে, যাতে সাধারণ মানুষ লিগ্যাল এইড অফিসকে তাদের বিচার পাওয়ার জন্য ভরসার জায়গা মনে করে।