, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মৃত্যুদণ্ডের বিধান রেখে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন করলো উগান্ডা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৩ ১২:৪০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৩ ১২:৪০:৩২ অপরাহ্ন
মৃত্যুদণ্ডের বিধান রেখে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন করলো উগান্ডা
এবার মৃত্যুদণ্ডের বিধান রেখে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন করেছে উগান্ডা। গতকাল সোমবার ২৯ মে এই আইনে স্বাক্ষর করেন আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসাভেনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সেই খবরে বলা হয়েছে, সমকামিতায় মৃত্যুদণ্ড ছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে শাস্তি হিসেবে। এর পাশাপাশি সমকামিতার প্রচারণা চালানো হলে ২০ বছরের কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।
 
এদিকে আইনটিতে স্বাক্ষরের সময় উগান্ডার প্রেসিডেন্ট বলেন, সমকামিতা প্রকৃতি বিরুদ্ধ একটি চর্চা। এটি আফ্রিকার সংস্কৃতি বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। 

এর ফলে পরিবার ব্যবস্থা ভেঙ্গে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান মুসাভেনি। পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞার ভয়-ভীতি সত্ত্বেও আফ্রিকার ৩০টিরও বেশি দেশে নিষিদ্ধ সমকামিতা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস