, রবিবার, ১২ মে ২০২৪ , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


৯ মে থেকে হজ ফ্লাইট শুরু

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৪ ১০:৩৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৪ ১০:৩৯:১৪ পূর্বাহ্ন
৯ মে থেকে হজ ফ্লাইট শুরু
এবার হজযাত্রীদের নিয়ে আগামী ৯ মে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। এরপর একে একে শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশ্যে পাড়ি জমবে। তবে সব ফ্লাইটের সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হলেও এখনো শিডিউল ঘোষণা করা হয়নি। তবে দ্রুতই শিডিউল ঘোষণা করে যাত্রীদের জানানো হবে। গত বছর তিনটি এয়ারলাইন্স ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী পরিবহন করে।

এ লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট ৩৩৫টি হজ ফ্লাইট ঘোষণা করেছিল। চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর অর্ধেক বহন করে। বাকি অর্ধেক বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার। এ বছরও একইভাবে হজযাত্রী পরিবহন করবে এয়ারলাইন্সগুলো।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে। প্রতিবছর একমাস আগে থেকেই হজ ফ্লাইট শুরু হয়। আর ফ্লাইট শুরুর আগেই হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ সম্পন্ন করে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলো।