, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে গরম

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৪ ০১:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৪ ০১:৩৬:০০ অপরাহ্ন
সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে গরম
এবার তীব্র তাপ প্রবাহে হাঁসফাঁস অবস্থা দেশবাসীর। আজ শনিবারও (২৭ এপ্রিল) সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এরপর কয়েকদিন গরম করতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এছাড়া মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং রোববার দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে।

যদিও এদিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকতে পারে। এছাড়া বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
 
এদিকে আবহাওয়া অফিসের পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

রোববার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সোমবার সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সর্বশেষ সংবাদ